Independent Forums
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Affiliates
free forum

Keywords

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar


oDesk Part-1

Go down

oDesk Part-1 Empty oDesk Part-1

Post by Abdulla 3rd July 2013, 11:08 pm

শুরু করবেন যেভাবেঃ
১, ওডেস্কে রেজিষ্ট্রেশনের জন্য নিচের লিংকে ক্লিক করুন, https://www.odesk.com/signup/user-type । “I NEED A JOB” লেখা মেনুর নিচে “sign up” লেখা বাটনে ক্লিক করলে রেজিষ্ট্রেশন ফরম আসবে।
oDesk Part-1 1
এ রেজিস্ট্রেশন ফরমে নির্দিস্ট ঘরগুলো পূরন করলে আপনার মেইলে একটি মেইল যাবে, সেখানে ক্লিক করে আপনার রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।
oDesk Part-1 2
হয়ে গেল আপনার ওডেস্ক একাউন্ট।
--এ কাজের জন্য আপনার সময় খরচ করুন সর্বোচ্চ ৩০মিনিট।
২) এবার লগইন করে ডানদিকে থাকা “Edite Profile” লিংকে ক্লিক করুন।
oDesk Part-1 3
যে পেজ আসবে সে পেজে সব তথ্য পূলন করুন, আপনার প্রোফাইল কমপ্লিট করুন। প্রোফাইলে আপনার অতীতে করা কাজের উদাহরণ যুক্ত করুন সময় নিয়ে। এটাই  ক্লায়েন্টকে আপনার প্রতি আস্থা তৈরি করবে।
১০০% কমপ্লিট করার জন্য আপনি যে কাজ করতে চান, সেই কাজের উপর টেস্ট দিন। প্রোফাইল রেডি হয়ে গেল।
--- এ কাজে ব্যয় করতে পারেন সর্বোচ্চ ২ঘন্টা।
২, যেহেতু আপনি নতুন, তাই আগামী দুদিন পুরো সাইটে ঘুরাঘুরি করুন। অবশই খুবই ভালভাবে।
এ দু’দিন যা করবেন?
ক) কি কি কাজ আছে, সেগুলোর বর্ণনা দেখুন। কি ধরনের কাজ থাকে সেটার একটা ভাল আইডিয়া হয়ে যাবে।
oDesk Part-1 4
উপরের বাম দিকে লেখা “Find Jobs” এ ক্লিক করুন। যে পেজ আসবে সেখানের বাম দিকে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন। যে ক্যাটাগরিতে কাজ করতে চান, সেখানে ক্লিক করুন। ডান দিকে সব কাজের লিস্ট বের হবে। সেখানে নীল রংয়ের লেখা টাইটেলে ক্লিক করুন। তাহলে অন্য একটি পেজ আসবে।
এ পেজটি অনেক গুরুত্বপূর্ণ। নিচে ছবির মাধ্যমে পুরো ব্যাপারটি এখানে বোঝানো হলো।
oDesk Part-1 5
No-1 : এখানে যে কাজটি ক্লায়েন্ট আপনাকে দিয়ে করাবে সেটির বর্ণনা। সেটি ভালভাবে পড়ে দেখুন, আপনার পক্ষে করা সম্ভব কিনা।
No-2: এখানে কাজটির ওভার ভিউ দেয়া আছে। অর্থাৎ কাজটির ধরন কি? ঘন্টা ভিত্তিক হলে লিখা থাকবে “Hourly”, ফিক্সড হলে লেখা থাকবে “Fixed”। তারপর থাকে workload, duration (কতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে), posted (কাজটি কবে পোস্ট হয়েছে)আরও অনেক কিছু আছে। পড়ে বুঝে নিতে হবে বাকিটুকু।
No-3: Preferred Qualifications: কাজটি করার জন্য ক্লায়েন্ট কিরকম যোগ্যতা লোক চাচ্ছে সেটা জানা যাবে। যেমন এ ছবিটি দেখে বোঝা যাচ্ছে Feedback Score :4.50, odesk hours : atleast 1hour না হলে একাজটি বিড করা যাবেনা।
এবার এ ছবিটির ডানের দিকে দেখা যাচ্ছে Client Activity on this Job । এখানে দেখা যাচ্ছে কত জন Applicants এখন পযন্ত কাজে বিড করেছে, কতজনকে ক্লায়েন্ট Interview এর জন্য ডেকেছে।এখান থেকে জেনে নিন বায়ারের পেমেন্ট মেথড ভেরিফা
No-4: About the Client: এখানে আপনি বায়ার সম্পর্কে তথ্য পাবেন।পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, ক্লায়েন্ট এখন পযন্ত কত ঘন্টা কাজ করিয়েছে।এগুলো সহ আরো তথ্য। যেটা জেনে আপনি ক্লায়েন্টের ব্যপারে একটি ভাল ধারনা পাবেন।
No-5: আপনার একাউন্টের জন্য নির্দিষ্ট ২০টি বিড করার কোটা আছে। এ জায়গাতে আপনি দেখতে পারবেন, আপনার কোটার কয়টি এখনও বাকি আছে অর্থাৎ এখনও কয়টি বিড করার সুযোগ আছে।
No-6:  এবার যদি সিদ্ধান্ত নেন বিড করার জন্য, তাহলে এখানে এসে “APPLY TO THIS JOB” বাটনে ক্লিক করুন।
আজ এ পযন্ত শেষ করলাম। উপরের তথ্য অনুযায়ি আপনার প্রস্তুতি শেষ করুন। আগামী পর্বে কাজ করা শুরু করব।

Abdulla
Administrator
Administrator

Posts : 603
Reputation : 3
Join date : 2013-05-24
Age : 27

https://www.facebook.com/groups/MicroWorkerss/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum